• ইন্দোরের ডায়ারিয়া প্রকোপের নেপথ্যে দূষিত জল? বড় তথ্য ল্যাব রিপোর্টে
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • দূষিত জলের কারণেই ইন্দোরের ভাগীরথপুরাতে দেখা গিয়েছে বমি, ডায়ারিয়ার প্রকোপ। বৃহস্পতিবার একটি ল্যাব রিপোর্টকে সামনে রেখে তা নিশ্চিত করেছে প্রশাসন। উল্লেখ্য, ডায়ারিয়ার প্রকোপে ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের এবং তা সংক্রমিত করেছে প্রায় ১৪০০ জনকে। ইন্দোরের চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার (CMHO) ডা. মাধবপ্রসাদ হাসানি এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শহরের একটি মেডিক্যাল কলেজের ল্যাব রিপোর্ট জানিয়েছে, ভাগীরথপুরাতে ডায়ারিয়ার প্রকোপের জন্য দায়ী দূষিত জল। পানীয় জলের পাইপলাইনে ছিদ্র থাকার জন্যই তাতে মিশেছিল দূষিত জল। তবে রিপোর্ট থেকে প্রাপ্ত বিস্তারিত তথ্য তিনি দিতে চাননি।

    মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরাতে পানীয় জল নিয়ে সমস্যার সূত্রপাত হয়েছিল ২৫ ডিসেম্বর। সেই দিন পুরসভার সরবরাহ করা জলে দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে ইন্দোর পুরসভার দ্বারস্থও হয়েছিলেন কয়েকজন। অভিযোগ, বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাননি পুরআধিকারিকরা। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এক শিশু-সহ বেশ কয়েকজনের মৃত্যুর পরে টনক নড়ে প্রশাসনের। সেখানে মোতায়েন করা হয় চিকিৎসকদের দল। কটাক্ষ করেন বিরোধীরাও। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন সেখানকার মুখ্যমন্ত্রী মোহন যাদব।

    সূত্রের খবর, ভাগীরথপুরা এলাকায় মূল পানীয় জলের লাইনে একটি ছিদ্র পেয়েছেন আধিকারিকরা। আর সেই ছিদ্র থেকেই দূষিত জল মিশেছিল পানীয় জলে। সেই রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় দুবে জানান, পাইপ লাইনের আর কোথাও ছিদ্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে বর্তমানে ভাগীরথপুরা এলাকায় দূষণমুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সুরক্ষার জন্য সাধারণ মানুষকে জল ফুটিয়ে খাওয়ার কথাও বলেন কর্তৃপক্ষ। সঞ্জয় দুবে আরও জানান, পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যে বা যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মোহন যাদব।

  • Link to this news (এই সময়)