• সরকারি আবাসনের মধ্যে স্কুটি জালিয়ে দেওয়ার অভিযোগ পশ্চিম বর্ধমানে, তদন্তে পুলিশ
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • সরকারি আবাসনের মধ্যে পার্ক করে রাখা স্কুটি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার ভোরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর হাউসিংয়ের ঘটনা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

    সূত্রের খবর, বিধাননগর হাউসিংয়ের বাসিন্দা রানা ঘোষ আবাসনের সিঁড়ির তলায় তাঁর স্কুটি রাখতেন। বৃহস্পতিবার রাতেও তেমনই রাখা ছিল স্কুটিটি। আজ ভোরে আবাসনেরই বাসিন্দা তপন চট্টোপাধ্যায়ের চিৎকারে ঘুম ভাঙে রানার। নীচে নেমে দেখেন তাঁর স্কুটি দাউ দাউ করে জ্বলছে।

    হাউসিংয়ের বাসিন্দাদের সন্দেহ, বৃহস্পতিবার রাতে আবাসনের বাইরে বসে মদ ও মাংস খেয়েছিল দুষ্কৃতীরা। আবাসনের বাইরে খাবারের প্লেট এবং মদের গ্লাসও পড়ে থাকতে দেখা গিয়েছে। ওই আবাসনের সিঁড়ির নীচে অনেকেই স্কুটার, মোটরবাইক রাখেন। নিরাপত্তার জন্য চারপাশে লোহার গ্রিলও দেওয়া রয়েছে। কী ভাবে স্কুটিতে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    এর আগে হাউসিংয়ের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না বাসিন্দারা। ঘটনায় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুটির মালিক রানা। এই ঘটনায় সরকারি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)