দক্ষিণে বাড়ল তাপমাত্রা, উত্তরে বৃষ্টির পূর্বাভাস! জানুন আবহাওয়া-আপডেট
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
কলকাতা, ২ জানুয়ারি: পশ্চিম হিমালয়ে সৃষ্টি হওয়া নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের দ্বিতীয় দিনে ব্যাক গিয়ার শীতের! শুক্রবার প্রায় দেড় ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। অব্যাহত কুয়াশার দাপট। অন্যদিকে, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১.১ ডিগ্রি কম হলেও গতকালের তুলনায় বেশ খানিকটা বেশি। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা যে ফের বাড়বে সেই ইঙ্গিত আবহাওয়াবিদরা অবশ্য আগেই দিয়েছিলেন। এর কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। যার ফলে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়বে। তবে আগামী ৬-৭ জানুয়ারির পর সর্বনিম্ন তাপমাত্রা ফের নিম্নমুখী হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ মোটামুটি বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে।
এদিকে, শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।