বছরের প্রথমদিনেই ১ লক্ষ দর্শনার্থী! পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দিঘার জগন্নাথধাম
প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৬
রঞ্জন মহাপাত্র, কাঁথি: নতুন বছরের প্রথমদিন দিঘার জগন্নাথধামে মানুষের ঢল। একদিনেই এক লক্ষের বেশি দর্শনার্থী পুজো দিয়েছেন। এতদিন দিঘা মানেই ছিল সমুদ্রস্নান ও পর্যটন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথধাম সেই চেনা পরিচয়ের সঙ্গে আধ্যাত্মিকতার এক নতুন মাত্রা যোগ করেছে। এবার সমুদ্রের ঢেউ নয়, বরং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির। বছরের প্রথম দিনের বিপুল ভিড়ই তার প্রমাণ।
২০২৬ সালকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই ওল্ড দিঘা ও নিউ দিঘার রাজপথ মায়াবী আলোর সাজে সেজে ওঠে। সুরের মূর্ছনায় মেতে ওঠেন হাজার হাজার পর্যটক, গভীর রাত পর্যন্ত রাজপথে চলে উৎসবের আমেজ। ঠিক রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ করে নিতে দিঘাজুড়ে শুরু হয় আতসবাজির ঝলকানি। উৎসবের সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য মন্দিরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান দর্শনার্থীরা। অনেকেই প্রথমে সমুদ্রতীরে ভিড় জমান বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য। সূর্যপ্রণাম সেরেই পা বাড়ান জগন্নাথ মন্দিরের দিকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিকেল চারটে পর্যন্ত এক লক্ষ দর্শনার্থী জগন্নাথদেবের দর্শন করেছেন। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ে চলায় খুশি মন্দির পরিচালন কমিটির সদস্যরাও। উদ্বোধনের মাত্র আট মাসের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে দিঘার এই জগন্নাথধাম। অল্প সময়ের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মন্দিরের আয়ও। সমুদ্রের গর্জন আর ‘জয় জগন্নাথ’ ধ্বনি মিলেমিশে ২০২৬ সালের প্রথম দিনটি দিঘার ইতিহাসে অনন্য নজির তৈরি করেছে।