বিহারের বাড়িতে ফিরতে বছরের প্রথম দিনেই মাকে নিয়ে কলকাতায় এসেছিলেন টিটাগড়ের বাসিন্দা এক যুবক। কিন্তু ট্রেন ধরার আগেই স্কুটারের ধাক্কায় মৃত্যু হল ওই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ধর্মেন্দ্র শর্মা (২৭)। বৃহস্পতিবার দুপুরে, উল্টোডাঙা থানা এলাকার বিধাননগর এবং কলকাতা স্টেশনের কানেক্টিং রোডে এই ঘটনা ঘটে। বিহারের সিওয়ানের বাসিন্দা ধর্মেন্দ্র কাজের সূত্রে থাকতেন উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। এই ঘটনায় জখম হয়েছেন ঋতম পাল ও সুদীপ্ত দাস নামে স্কুটারের দুই আরোহীও। তাঁরা দক্ষিণদাঁড়ির বাসিন্দা। তাঁদের ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে বিহারে যাওয়ার কথা ছিল ধর্মেন্দ্র এবং তাঁর মায়ের। এ দিন দুপুরে তাঁরা লোকাল ট্রেনে চেপে টিটাগড় থেকে বিধাননগর স্টেশনে নামেন। এর পরে দক্ষিণদাঁড়ির দিক থেকে হেঁটে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, বিধাননগর এবং কলকাতা স্টেশনের কানেক্টিং রোড দিয়ে যাওয়ার সময়ে বেপরোয়া স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। তাতে জখম হন ধর্মেন্দ্র-সহ স্কুটারের দুই আরোহী ঋতম ও সুদীপ্ত। তিন জনকেই উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধর্মেন্দ্রকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জখম বাকি দু’জনকে পরিবারের সদস্যেরা প্রাথমিক চিকিৎসার পরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এক পুলিশকর্তা জানান, স্কুটারের দুই আরোহীর কাছ থেকে কোনও হেলমেট উদ্ধার হয়নি। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তাঁদের মাথায় হেলমেট ছিল না। তবে কী ভাবে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ দিকে, এ দিন দুপুরে হেস্টিংস থানা এলাকার বিদ্যাসাগর সেতুতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায় একটি ছোট পণ্যবাহী গাড়ি। সেই ঘটনায় জখম হন পণ্যবাহী গাড়িটির চালক ও এক আরোহী। দু’জনকেই উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। তাঁদের বাড়ি বীরভূমে। অন্য একটি ঘটনায় বর্ষবরণের ভোরে শেক্সপিয়র সরণি থানা এলাকার জওহরলাল নেহরু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার উল্টে জখম হন এক জন। তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। এ দিন ভোরে অন্য একটি ঘটনায় ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডে গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বিট্টু মণ্ডল নামে এক বাইকআরোহী। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরেই অভিযুক্ত গাড়িটি পালিয়ে যায়।