• ‘এই গদ্দারদের দেশে থাকার অধিকার নেই’, বাংলাদেশি ক্রিকেটার কেনায় শাহরুখকে তোপ বিজেপি নেতার
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব কিছু ঠিকঠাক থাকলে IPL-এ মাঠে নামবেন তিনি। এই খবর সামনে আসতেই শাহরুখ খানকে ‘গদ্দার’ বলে তোপ দাগলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, ‘এই দেশে থাকার কোনও অধিকার নেই আপনার।’ শুধু তাই নয়, মুস্তাফিজ়ুর ভারতে এলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মুস্তাফিজ়ুরকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছে KKR। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তে বেজায় চটেছে বিজেপি। বিশেষ করে দীপু দাসের হত্যাকাণ্ডের পরে থেকে টানাপড়েন তুঙ্গে উঠেছে। এই আবহে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন শাহরুখ।

    বৃহস্পতিবার মীরাটের এক সমাবেশ থেকে শাহরুখকে কার্যত তুলোধনা করেন বিজেপি নেতা। সঙ্গীত সোম বলেন, ‘এক দিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, আর অন্য দিকে সেই দেশ থেকেই IPL-এর ক্রিকেটার কেনা হচ্ছে। আজ বাংলাদেশে ভারতবিরোধী স্লোগান উঠছে, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা হচ্ছে আর শাহরুখের মতো গদ্দাররা ৯ কোটি টাকা খরচ করে ওদের সাহায্য করছে। ভারতে থাকার কোনও অধিকার নেই তাঁর।’

    এখানেই থামেননি বিজেপি নেতা। রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেন, ‘ওই ক্রিকেটার ভারতে এলে, ফল ভালো হবে না। বিমানবন্দর থেকে বেরতেই দেবো না।’ এই নিয়ে শাহরুখকে দেশদ্রোহী ও চরিত্রহীন বলে আক্রমণ করেন জগদগুরু রামভদ্রাচার্যও।

    শাহরুখের সিদ্ধান্তে দু’ভাগ হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। বাংলাদেশি ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করে শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে বলেন, ‘তিনি যদি ওই ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেন, তা হলে আমরা তাঁকে সম্মান করব। কিন্তু শাহরুখ যদি তাঁকে খেলান, তা হলে সেই টাকা সন্ত্রাস আর আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার হবে। এটা আমরা হতে দেবো না।’

    তবে শাহরুখের পাশেই দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মণিকম টেগোর। তিনি লিখেছেন, ‘সুপারস্টার শাহরুখ খানকে গদ্দার বলাটা ভারতের বহুত্ববাদে আঘাত। ঘৃণা কখনও জাতীয়তাবাদের সংজ্ঞা হতে পারে না। RSS-কে সমাজে বিষ ছড়ানো বন্ধ করতে হবে।’

  • Link to this news (এই সময়)