• পাসপোর্ট-ভিসা ফেল, ‘মেশিন’ দিয়ে বাংলাদেশি ধরছে যোগীরাজ্যের পুলিশ! ভিডিয়ো ঘিরে বিতর্ক
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • ‘মেশিন তো বলছে, তুমি বাংলাদেশি।’ হুঙ্কার ছাড়লেন গাজ়িয়াবাদের SHO অজয় শর্মা। বস্তির মধ্যে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন প্রৌঢ়। আর মেশিন দিয়ে তাঁদের ‘নাগরিকত্ব পরীক্ষা’ করছেন উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনার ভিডিয়ো ভাইরাল (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। এ কেমন মেশিন? কবে তৈরি হলো?

    ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বস্তিতে তল্লাশি চালাচ্ছে গাজিয়াবাদ পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের একটি দল। সকলের পরিচয়পত্র খুঁটিয়ে দেখছেন তাঁরা। আচমকাই এক প্রৌঢ়কে পাকড়াও করেন পুলিশ কর্মীরা। তাঁর সঙ্গে ছিলেন এক তরুণীও। দু’জনেই নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড দেখান। কিন্তু তাতেও রেহাই মেলেনি বলে অভিযোগ।

    আচমকাই প্রৌঢ়কে উদ্দেশ্য করে SHO অজয় শর্মা হুঙ্কার দেন, ‘এর পিঠে মেশিন লাগাও, ভালো করে দেখি।’ প্রৌঢ় তখন আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছেন। পুলিশ অফিসারের কোনও হুঁশ নেই। তিনি প্রৌঢ়ের পিঠে নিজের মোবাইলটা ঠেকালেন। যেন বারকোড স্ক্যান করছেন। তার পরেই বলে উঠলেন, ‘এই মেশিন তো বলছে, তুমি বাংলাদেশ থেকে এসেছ।’ প্রৌঢ় মানতে নারাজ। তিনি সমানে বলে চলেছেন, ‘না স্যর, বিহারে বাড়ি আমার। কাজের সূত্রে এখানে থাকি।’

    ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশ পুলিশের তীব্র সমালোচনা শুরু হয়েছে। শেষে গাজ়িয়াবাদ পুলিশ কমিশনারেটের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ‘অপরাধ দমনে অস্থায়ী বস্তিগুলিতে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জন্যই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। নথিপত্র যাচাইও সেই প্রক্রিয়ারই অংশ।’

    তবে এর পরেও বিতর্ক থামছে না। রহস্যময় ‘মেশিন’ নিয়ে তৈরি হচ্ছে মিম। উত্তরপ্রদেশ পুলিশের ‘অতিসক্রিয়তা’কটাক্ষ করে এক ইউজার প্রশ্ন তুলেছেন, ‘এই মেশিন কি দুর্নীতিও ধরতে পারে?’ আর এক ইউজারের সরস মন্তব্য, ‘নাগরিকত্ব নির্ধারণ করতে পারে এমন মেশিন বানানোর জন্য বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।’

    উল্লেখ্য, এর আগেও অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশ এবং সিআরপিএফ যৌথ ভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল গাজ়িয়াবাদে। সেই সময়েও বস্তির বাসিন্দাদের পরিচয়পত্র পরীক্ষা করা হয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করেছিল পুলিশ।

  • Link to this news (এই সময়)