• দাম বেড়ে যাওয়ায় স্টলে সস্তায় ডিম বিক্রি করছে রাজ্য
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • এই সময়: খুচরো বাজারে ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে ডিম বিক্রি করতে উদ্যোগী রাজ্য। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লুবিএলডিসিএল) সারা রাজ্য জুড়ে ৮০০-র বেশি স্টলে কম দামে ডিম বিক্রি করছে। সরকারি সূত্রে খবর, খুচরো বাজারের তুলনায় প্রতিটি ডিম অন্তত এক টাকা কম দামে মিলবে স্টলগুলিতে।

    পাশাপাশি, ডিমের জোগান স্বাভাবিক রাখতে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জানা গিয়েছে, ডব্লুবিএলডিসিএল-এর অধীনে থাকা সাতটি পরিবেশ ও শীতাতপ নিয়ন্ত্রিত পোলট্রি লেয়ার ফার্মে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। এই সংস্থার মাধ্যমে বছরে গড়ে প্রায় ৪৫ কোটি ডিম উৎপাদন হয়। এর বাইরেও রাজ্যের প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে চালু থাকা পোলট্রি ফার্মগুলিকেও ডিম সরবরাহে সক্রিয় করা হয়েছে।

    প্রশাসনের দাবি, উৎসব-পরবর্তী সময়েও যাতে বাজারে ডিমের ঘাটতি না হয় এবং দাম নিয়ন্ত্রণে থাকে, সে দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আগামী দিনেও ন্যায্য দামে ডিম বিক্রির স্টল আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)