• পূর্ব মেদিনীপুরে পুকুর থেকে উদ্ধার BJP কর্মীর দেহ, খুনের অভিযোগ দায়ের পরিবারের, শুরু রাজনৈতিক তরজা
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই এক BJP কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুব্রত অধিকারী (৩৩)। তাঁর বাড়ি ময়না থানার সুদামপুর গ্রামে। শুক্রবার সকালে বাড়ির কাছেই একটি পুকুর থেকে সুদামের দেহ উদ্ধার হয়েছে। তবে, এই ঘটনাটি খুন নাকি নিছকই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে ময়না থানার পুলিশ।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, ময়নার ১৯৪ নম্বর বুথের BJP কর্মী ছিলেন সুব্রত। গত রবিবার বিকেলে স্থানীয় বলাইপণ্ডা এলাকায় হনুমান পুজো ছিল। সেই পুজো দেখতেই বেরিয়েছিলেন সুব্রত। তার পরে আর বাড়ি ফেরেননি তিনি। রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। এর পরে পরিবারের সদস্যরাও অনেক খোঁজাখুঁজি করলেও সুব্রতর কোনও সন্ধান পাননি। অবশেষে সোমবার ময়না থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।

    অবশেষে শুক্রবার সকালে বাড়ির কাছে একটি পুকুর থেকে সুব্রতর দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, সুব্রতকে অন্যত্র খুন করে এই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। একই অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত জানান, মৃত যুবক সক্রিয় BJP কর্মী ছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সুব্রতকে খুন করেছে বলে দাবি করেন BJP নেতা। পুলিশের কাছে মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পরিবারের তরফেও থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

    যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় জানান, নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করে দেখবে। BJP যে কোনও স্বাভাবিক মৃত্যুকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

  • Link to this news (এই সময়)