• দু’-একজনের পক্ষে বাংলার মতো রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয়: দিলীপ
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের পরে ফের চেনা ছন্দে দিলীপ ঘোষ। শুক্রবার ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে এই বিজেপি নেতার বক্তব্য, ‘কোনও দল একজন ব্যক্তির উপরে চলতে পারে না।’ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। রাজনীতিকরা বলছেন, ‘এটাই চেনা দিলীপদা’। অন্যদের দাবি, ‘দিলীপ কিন্তু দলে এখনও পদহীন।’

    এ দিন সংবাদমাধ্যম প্রশ্ন ছিল, ‘তবে কি এ বার দলের শীর্ষ নেতারা অনুভব করছেন, যে একক ভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয়?’ এই প্রশ্নের জবাব স্বভঙ্গিমাতেই দিয়েছেন দিলীপ। তিনি বলেন, ‘কোনও পার্টি একটি ব্যক্তির উপরে চলতে পারে না। অন্যরাও রয়েছেন। কিছু মানুষ থাকেন, যাঁদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি। তাঁদের গুরুত্ব দিতেই হবে। একজন বা দু'জন পশ্চিমবঙ্গের মতো একবড় রাজ্য জিতিয়ে দেবেন, তা সম্ভব নয়।’ চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    কিন্তু গত আট-নয় মাস ধরে চিত্রটা ছিল অন্য। প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিতি লক্ষ করা গিয়েছিল এই নেতার। রাজ্য বিজেপিতেও তাঁর কোনও পদ এই মুহূর্তে নেই। তার পরেও তাঁকে শেষ পর্যন্ত অস্বীকার করতে পারল না শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘দল এক্সপেরিমেন্ট করে। তখন নির্বাচন লড়তে হয়নি। বিভিন্ন মুখকে আমরা সামনে আনি। মানুষের প্রতিক্রিয়া দেখি। তা দেখার পরে এখন দল সিদ্ধান্ত নিয়েছে, সবাইকে নিয়েই লড়তে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়াই চলেছে।’

  • Link to this news (এই সময়)