• ৩ ম্যাচ হারে রেগে আগুন সরকার, সাসপেন্ড গোটা দল, আজব কাণ্ড গ্যাবনে
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • আফ্রিকা কাপ অফ নেশন্সে গ্যাবন দল অন্যতম হতাশাজনক পারফরম্যান্স করেছে। তারা তিনটে ম্যাচ খেলে প্রতিটাতেই পরাস্ত হয়েছে, ফলে ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আর দলের এই অবস্থা মেনে নিতে পারেনি গ্যাবন সরকার। আর রেগে গিয়ে তারা যা পদক্ষেপ করল তা অতীতে দেখা যায়নি। পুরো দলকেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দিল।

    আফ্রিকা কাপ অফ নেশন্সে গ্যাবন প্রথমে হারে ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচটা ১-০ গোলে হারের পর তারা মোজ়াম্বিকের কাছে হারে ৩-২ গোলে। সবার শেষে আইভরি কোস্টের কাছেও তারা ৩-২ গোলে পরাস্ত হয়। আফ্রিকা কাপ অফ নেশন্সের আগে তারা অবশ্য জিতেছিল। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে গ্যাবন শেষ নটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচে জিতেছিল। কিন্তু আফ্রিকা কাপ অফ নেশন্সে দল খারাপ খেলে। আর এতেই রেগে লাল গ্যাবন সরকার।

    সম্প্রতি গ্যাবন ছিটকে যাওয়ার পর সেই দেশের সরকারের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস দেজিরে মামবুলা গোটা দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি কোচিং স্টাফদের সবাইকে ছাঁটাই করেন। দলের দুই সিনিয়র প্লেয়ার অবামেয়াংরা ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকেও নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানেও রয়েছে প্রশ্ন। গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সে দেশের টেলিভিশনে যেই ভিডিয়োতে দলের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা করেছিলেন সেই ক্লিপিংসটি পরে সরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেটাকে আবার আনা হয়।

    তবে গ্যাবন সরকার যেটা করেছে সেটাতে ফুটবল দলের ভালো হবে কি না তা সময়ে বলবে। কিন্তু FIFA-র শাস্তির মুখে যে পড়তে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। FIFA-র নিয়ম রয়েছে তাদের সদস্য কোনও দেশের সংগঠন, দল পরিচালনায় তারা রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপকে মান্যতা দেয় না। যদি হয়, তা হলে সেই দলকে সাসপেন্ড পর্যন্ত করতে পারে FIFA। এক্ষেত্রে সরাসরি গ্যাবন সরকার হস্তক্ষেপ করার ফলে FIFA কড়া শাস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)