দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। এই অনুষ্ঠানে যোগ দিতে প্রতি বছর সারা দেশ থেকে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান গঙ্গাসাগরে। তার জন্য প্রবল ভিড়ের চাপ তৈরি হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে। এ বছর সেই ভিড়ের চাপ সামলাতে ট্রেন নিয়ে বড় ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে স্পেশাল ট্রেনের সংখ্যা। নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়ার কথা জানিয়েছে রেল। ভিড় সামাল দিতে ট্রেনের জন্য প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া, পরিকাঠামো বৃদ্ধি করার মতো কথাও জানানো হয়েছে। ২ জানুয়ারি, শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা গঙ্গাসাগর মেলার দিনগুলিতে ট্রেনের সূচি ও নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন।
১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ২০২৫ সালে স্পেশাল ট্রেনের সংখ্যা ছিল ৭২টি, ২০২৬ সালে তা হয়েছে ১২৬টি। এই বছরের ওই দিনগুলি প্রতিদিন গড়ে ১৮টি ট্রেন অতিরিক্ত চলবে। নামখানা এবং কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের দিকে ৫৬টি এবং উল্টোদিকে ৭০টি স্পেশাল ট্রেন চলবে।
রাত ১২:০১, ০১:২৩, ০২:৫৫
ভোর ০৬:১৫
দুপুর ০২:৪০
সকাল ০৭:৩৫, ০৮:২৪ এবং রাত ০৯:৩০
রাত ১২:০৭, ০১:০৬, ০১:২৫, ০২:৫২
সকাল ০৯:১০, ১১:১৮ এবং সন্ধ্যা ০৬:৩৫
রাত ১০টা ১০-এর নামখানা থেকে ছাড়বে ট্রেন
রানাঘাট-গেদে সেকশনের যাত্রীদের জন্যও সুখবর দিয়েছে রেল। এই রুটে অতিরিক্ত ৩ জোড়া (৬টি) নতুন ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে