আজকাল ওয়েবডেস্ক: ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নম্বর পঞ্চায়েতের রায়নগর। মৃতার নাম ফুলমালা পাল(৫৭)।জানা গিয়েছে, এসআইআর-এর তালিকায় স্বামী, ছেলের নাম থাকলেও ফুলমালার নাম আসেনি। ২০০২ সালের এসআইআর-এর তালিকায় নাম ছিল না তাঁর। তাই আনম্যাপিং হিসাবে শুনানির জন্য তাঁর কাছে নোটিস এসেছিল নির্বাচন কমিশনের। পরিবারের অভিযোগ নোটিস পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ফুলমালা। পরিবারকে আতঙ্কের কথা জানিয়েছিলেন তিনি।
স্বামী সুনীল পাল জানান, 'আমরা আস্বস্ত করেছিলাম আমাদের তো নাম আছে। তোমার চিন্তা করার কিছু নেই। কিন্তু তার পরেও বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরেই রেললাইনে গিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।' বর্ধমান স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃত্যুর খবর চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর-এর শুরু থেকেই এই ধরনের ঘটনা রাজ্যে ঘটছে। নাম না আসার জন্যই ভয়ে, আতঙ্কেই ফুলমালা পালের মৃত্যু হয়েছে।