আজকাল ওয়েবডেস্ক: বিজেপি নেতা এবং রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিবাহিত জীবন নিয়ে সমাজমাধ্যমে একের পর এক কুৎসা! পুলিশের দ্বারস্থ হলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গত ৩১ ডিসেম্বর অভিযোগ দায়ের করেন তিনি। জনৈক ইন্দ্রনীল চক্রবর্তী এবং অনন্যা চ্যাটার্জীর বিরুদ্ধে এই অভিযোগ তিনি দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, এই দু'জন সমাজ মাধ্যমে দিলীপ এবং রিঙ্কুকে নিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করেছেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এর আগে গত বছরের জুলাই মাসে সমাজ মাধ্যমে একজন স্ত্রী ও পুরুষকে নিয়ে একটি ভিডিও 'ভাইরাল' হয়েছিল। রটিয়ে দেওয়া হয় ভিডিওটি দিলীপ ঘোষের। যা নিয়ে যথেষ্ট আলোড়ন হয়। যদিও এটাও শোনা গিয়েছিল, ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ওই ভিডিও নিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন দিলীপ। তিনি জানিয়েছিলেন, অশ্লীল এই ভিডিওতে পুরুষ চরিত্রের সঙ্গে তাঁর নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। যার মাধ্যমে তাঁর ব্যক্তি চরিত্রকে হনন করে তাঁর ইমেজ ধংসের চেষ্টা করা হচ্ছে বলে দিলীপ অভিযোগ করেছিলেন। এটা একটা চক্রান্ত এবং এটা যারা করেছে তাদের আইনের সামনে আনা উচিত বলে তিনি জানিয়েছিলেন। সেজন্যই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।
প্রসঙ্গত, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের দলের হয়ে সক্রিয় হয়েছেন দিলীপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কলকাতা সফর এবং সেই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এরপর আলাদা করে সল্টলেকের বিজেপি কার্যালয়ে তিনি বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে। বৈঠক শেষে শমীক জানিয়ে দেন দলের সঙ্গে দিলীপের সম্পর্ক বহু পুরনো এবং বিধানসভা নির্বাচনের আগে গোটা মাঠ জুড়ে খেলবেন দিলীপ। আলাদা করে তাঁকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে নিজে দিলীপ জানিয়েছেন, এখনও সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। তবে তিনি যে ফের তাঁর পুরনো ছন্দে ফিরছেন তা স্পষ্ট করে দিয়েছেন।