বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক যুবক। কিন্তু নতুন বছরের আনন্দ শেষ হওয়ার আগেই ভোররাতে তাঁর নিথর দেহ উদ্ধার হলো ইংরেজবাজার শহরের আভিজাত এলাকা হিসেবে পরিচিত আইটিআই মোড়ের কাছে। মৃত যুবকের নাম নবরঞ্জন মণ্ডল (৩০)। তাঁর বাড়ি ইংরেজবাজার পুরসভার জাহাজফিল্ড ওয়ার্ড এলাকায়।
পরিবারের অভিযোগ, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়। নবরঞ্জনকে খুন করা হয়েছে। মৃতের গলা ও পিঠে কালো ক্ষতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নবরঞ্জন পেশায় ছিলেন রথবাড়ি এলাকার একটি হার্ডওয়্যার দোকানের কর্মী। বুধবার সন্ধ্যায় তিনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারকে জানান, বন্ধুদের সঙ্গে বর্ষবরণের পিকনিকে যাচ্ছেন। কিন্তু এরপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। রাত প্রায় আড়াইটে নাগাদ শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মৃতের দাদা হিমাংশু মণ্ডল জানান, “ভাই সবসময় মানিব্যাগে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড রাখত। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলির কোনওটিই পাওয়া যায়নি। মোবাইল ফোন ও সাইকেলও উধাও। গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাই আমাদের দৃঢ় সন্দেহ, ওকে খুন করা হয়েছে।”
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নবরঞ্জনের বিয়ে হয়েছিল মানিকচক থানা এলাকার বাসিন্দা রুমি মণ্ডলের সঙ্গে। তাঁদের পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে। তবে পারিবারিক অশান্তির কারণে গত দেড় বছর ধরে স্ত্রী বাপের বাড়িতেই থাকছিলেন।
যে এলাকায় দেহ উদ্ধার হয়েছে, সেখানে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ ইতিমধ্যেই আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ইংরেজবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর। বর্ষবরণের রাতে ঘটে যাওয়া এই রহস্যমৃত্যু ঘিরে ইংরেজবাজার শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।