‘স্বচ্ছ্বতম শহর’ ইন্দোরে পানীয় জলে মিশেছিল ‘বিষ’, ডায়ারিয়ায় ৯ জনের মৃত্যুর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
ইন্দোর, ২ জানুয়ারি: টানা আট বছর দেশের স্বচ্ছ্বতম শহরের তকমা পেয়েছে ইন্দোর। অথচ সেই শহরে পুরসভার সরবরাহ করা জলে ‘বিষ’! যা কেড়ে নিয়েছে তরতাজা ন’টি প্রাণ। এমনই চাঞ্চল্যকর তথ্য সমানে এসেছে ল্যাবরেটরির রিপোর্টে।
ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় ডায়ারিয়ায় প্রকোপ দেখা দেয়। এতে প্রাণ হারিয়েছেন ন’জন। এছাড়া আক্রান্তের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। দেশজুড়ে শুরু হয় হইচই। ডায়ারিয়া সংক্রমণের কারণ অনুসন্ধানে স্থানীয় মেডিকেল কলেজে নমুনা পাঠিয়েছিল প্রশাসন। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে, ভাগীরথপুরা এলাকায় বিপত্তির কারণে জল। পুরোসভার সরবরাহকরা জল থেকে সেখানে ডায়ারিয়ায় ছড়িয়েছে। এমনই জানিয়েছেন ইন্দোরের চিফ মেডিকেল অফিসার (সিএমও) মাধব প্রসাদ হাসানি। যদিও রিপোর্ট সম্পর্কে বিশদে বলতে চাননি তিনি।
খবরে প্রকাশ, ভাগীরথপুরার কাছে পুরসভার পানীয় জলের মূল পাইপে চিড় ধরা পড়েছিল। যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ শৌচালয় আছে। সেখান থেকে পানীয় জলে দূষণ ঘটে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা জানাজানি হতেই আলোড়ন পড়ে গিয়েছে। ওই এলাকার সমস্ত জলের পাইপলাইন খুঁটিয়ে পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জব দুবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।