ফের বারাকপুর! মদ্যপানের আসরে বচসার জেরে বন্ধুর হাতে খুন যুবক
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরে ফের খুনের ঘটনা। মদ্যপানের আসরে বচসার জেরে বন্ধুর হাতে খুন হলেন এক যুবক। ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত পলাতক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাকপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায় গতকাল রাতে বসেছিল মদ্যপানের আসর। সেখানে দুই বন্ধু বিজয় দাস ও সুমন বিশ্বাসের মধ্যে বচসা হয়। তা থেকে হাতাহাতি। প্রথমে বাড়ির সামনে রাস্তায় মারামারি হয় দু’জনের। বিজয় বাড়ি চলে গেলে, দরজা বন্ধ করতে ভুলে যায়। এই সময় ইট দিয়ে মাথায় মেরে খুন করে সুমন বিশ্বাস। সকালে বিজয় ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন লক্ষ্য করেন গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। মাথা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। বছর ২৭ বয়সি ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সুমন বিশ্বাস পলাতক। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।