• ভোটার শুনানিতে গাফিলতি নয়, ডিইও-বিএলওদের সতর্ক করল কমিশন
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৬
  • কমিশন সূত্রে জানা গিয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার, অন্তঃসত্ত্বা মহিলা, শারীরিকভাবে অসুস্থ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনে বাড়িতে গিয়েই শুনানি করতে হবে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, কোথাও কোথাও এই নির্দেশ মানা হচ্ছে না।

    সেই কারণেই বিএলও-দের আরও সক্রিয় হতে বলা হয়েছে। একই সঙ্গে ডিইও-দের এই বিষয়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট বিএলও সুপারভাইজার ও বিএলও-র বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের মতে, ভোটার যাচাই প্রক্রিয়ায় মানবিকতা বজায় রাখার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    সব মিলিয়ে অনলাইন ব্যবস্থার উপর জোর দিয়ে এবং সংবেদনশীল ভোটারদের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে কমিশন। আরও দায়িত্বশীল ও নিয়মমাফিক ভোটার যাচাইয়ের পথে এগোচ্ছে এমনটাই প্রশাসনিক মহলের মত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)