সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামাকজাত পণ্যে করের পরিমাণ ব্যাপক বাড়িয়েছে মোদি সরকার। যার সরাসরি প্রভাব পড়ল ভারতের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির (ITC) উপর। শুক্রবার ৪ শতাংশের বেশি পতনের পাশাপাশি গত দু’দিনে ১৩ শতাংশ পড়েছে আইটিসির শেয়ারের দাম। বর্তমানে এই শেয়ারের দাম চলছে ৩৪৯ টাকা। আর এক সংস্থা গডফ্রে ফিলিপ্সের দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।
তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক ও পান মশলা জাতীয় পণ্যে অতিরিক্ত স্বাস্থ্যশুল্ক আরোপ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া এই নীতি। বর্তমানে তামাকজাত পণ্য যেমন, পান মশলা, সিগারেট, চিবানো তামাক, সিগার, হুক্কা, জর্দা এবং সুগন্ধযুক্ত তামাক-সহ সকল তামাকজাত পণ্যে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। এর উপর বিভিন্ন হারে ক্ষতিপূরণ সেসও আরোপ করা হবে। নয়া কর নীতিতে ১ ফেব্রুয়ারি থেকে এই জিএসটির হার ৪০ শতাংশ ছোঁবে। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত আবগারি শুল্ক এবং ক্ষতিপূরণ সেস। কেন্দ্রের এই ঘোষণার পরই দেশের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির শেয়ারে নেমেছে ধস।
এই ঘোষণার পরই আইটিসির শেয়ার বিক্রি করে দেওয়ার ধুম পড়েছে। গত দু’দিনে ১৩ শতাংশ পতন লক্ষ্য করা হয়েছে এই শেয়ারে। বর্তমানে শেয়ারটির বাজারমূল্য চলছে ৩৪৯.৩০ টাকা। একইভাবে গত দু’দিনে ব্যাপক পতন দেখা গিয়েছে আর এক সিগারেট প্রস্তুতকারী সংস্থা গডফ্রে ফিলিপ্সের শেয়ারেও। গত দু’দিনে প্রায় ২০ শতাংশ পড়েছে এই সংস্থার শেয়ার। বর্তমানে এর বাজারমূল্য ২২৬২.৭০ টাকা। গত ৬ বছরের মধ্যে এত বিরাট পতন দেখা যায়নি তামাকজাত পণ্যে প্রস্তুতকারী সংস্থার শেয়ারে।
উল্লেখ্য, ভারতে ২৫ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ তামাক ব্যবহার করেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা। অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে ভারতের আর্থিক বোঝা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনুমান তামাকজনিত রোগের অর্থনৈতিক বোঝা বার্ষিক ২.৪ ট্রিলিয়ন রুপি (২৬.৭ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে তামাকে রাশ টানতে কোমর বেঁধে মাঠে নেমেছে সরকার। সাধারণ মানুষের কাছে তামাক যাতে সহজলভ্য না হয় তা নিশ্চিত করতে চায় কেন্দ্র।