বিজেপির কোনও ষড়যন্ত্র কাজ করবে না, বাংলা জিতবে তৃণমূলই! দাবি অখিলেশের
প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির কোনও ষড়যন্ত্র কাজ করবে না। বাংলায় ফের বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোরালো কণ্ঠে দাবি করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তাঁর কথায়, বাংলার মানুষের জন্য মমতা যা কাজ করেছেন, তাতে তাঁর ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজেরই স্বীকৃতি দেবে রাজ্যবাসী।
অখিলেশ বলছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প, মহিলা ও কৃষকবান্ধব নীতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক সভায় অখিলেশ বলেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতবেন। বিজেপি সর্বত্র ষড়যন্ত্রের রাজনীতি করতে অভ্যস্ত। কিন্তু এবার বাংলায় সেই ষড়যন্ত্র কাজ করবে না।” একইসঙ্গে জাতীয় রাজনীতির প্রসঙ্গও টেনে সমাজবাদী পার্টি প্রধানের দাবি, পশ্চিমবঙ্গে পরাজয়ের পর উত্তরপ্রদেশেও বিজেপিকে হারতে হবে। “আগে বাংলা, তারপর উত্তরপ্রদেশে হার, এই পরাজয়ের ধারাই বিজেপির ভবিষ্যৎ ঠিক করে দেবে,” বলেও দাবি করেন অখিলেশ।
চমকপ্রদভাবে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একুশের সমাবেশে বক্তা তালিকায় নাম ছিল তাঁর। তারপর থেকে জাতীয় রাজনীতিতে মসৃণ মমতা-অখিলেশ সম্পর্ক। এমনকী লোকসভায় উত্তরপ্রদেশে তৃণমূলের জন্য একটি আসনও ছেড়েছেন সপা সুপ্রিমো। তাতে তৃণমূলের টিকিটে লড়েছেন ললিতেশপতি ত্রিপাঠী। অতীতে বাংলার বিধানসভা নির্বাচনেও সমাজবাদী পার্টি সমর্থন করেছে তৃণমূলকে। এ বছরও তেমন কিছু হতে পারে বলে ইঙ্গিত মিলল অখিলেশের কথায়।
তাছাড়া যেভাবে অখিলেশ প্রকাশ্যে মমতাকে সমর্থন করাটা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, উত্তরপ্রদেশে কংগ্রেস কিন্তু সমাজবাদী পার্টির জোটসঙ্গী। সেই কংগ্রেস বাংলাতেও লড়বে। অথচ বাংলায় কংগ্রেসকে ছেড়ে অখিলেশ পাশে দাঁড়ালেন তৃণমূলের। যার অর্থ স্পষ্ট, বিজেপিকে হারানোর ক্ষেত্রে তিনি কংগ্রেসের থেকে বেশি ভরসা করেন তৃণমূলকে।