• বাংলাদেশে দীপু দাসকে মেরেছে, সেই ইউনুসকে ‘সার্টিফিকেট’, বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন অভিষেকের
    প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে বিপন্ন হিন্দুরা। লেগেই রয়েছে হিন্দু নির্যাতন। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে ইউনুসের দরাজ প্রশংসা। সেই অডিও ক্লিপ শুনিয়ে বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে হিন্দুত্বকে হাতিয়ার করে ভোটবাক্সে ফায়দা তোলার চেষ্টা করে গেরুয়া শিবির, সেই দলের নেতা হয়ে শুভেন্দু কীভাবে এমন মন্তব্য করতে পারেন, রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।

    শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ব়্যাম্পে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর অডিও ক্লিপ শোনান তিনি। ওই অডিও ক্লিপে শোনা গিয়েছে শুভেন্দু বলছেন, “এটা সরকার চলছে? এর থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে।” এই মন্তব্যের প্রতিবাদ করে অভিষেক বলেন, “এরা বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলে। ধমকানি দেয়। চমকায়। শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে। আপনারা গত ২০ দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। এই হল বিজেপির হিন্দুত্ব।” শুভেন্দুকে মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলেন, “আমি মিথ্যে বলছি না। কথা শোনালাম। দরকার হলে আমার বিরুদ্ধে মামলা করুক। প্রমাণ হয়ে যাবে, দুধ কা দুধ। পানি কা পানি।”

    সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। ভোটযুদ্ধ সামাল দিতে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী উভয়ে। ছাব্বিশের ভোট বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। কারণ, বাংলায় গত কয়েকটি নির্বাচনে ফল মোটেও আশানুরূপ হয়নি তাদের। একে তো ঘরোয়া কোন্দল। তার উপর আবার দক্ষ সংগঠকের অভাব। দু’য়ে মিলে যাচ্ছে তাই অবস্থা বঙ্গ বিজেপির। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে হিন্দুত্বের তাস খেলতে চাইছে গেরুয়া শিবির। হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। আবার উন্নয়নকে হাতিয়ার করে এগোচ্ছে শাসক তৃণমূল। এহেন পরিস্থিতিতে শুভেন্দুর এমন ইউনুস স্তূতি বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদি গেরুয়া শিবিরের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)