• গল্পের গাড়ি উঠল গাছে, খড়্গপুরে আহত ৩
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৬
  • ইন্দ্রজিৎ সাহু: এ যেন সিনেমার শুটিংয়ের দৃশ্য! ভয়াবহ দুর্ঘটনায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর থেকে উড়ে গিয়ে গাছের উপর উঠে গেল একটি প্রাইভেট কার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত আষাড়ী এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর থেকে কলকাতার দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি প্রথমে জাতীয় সড়কের মাঝের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি কার্যত আকাশে উঠে গিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের উপর পড়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট আওয়াজ পেয়ে এলাকায় ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা।

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের টিম ও ডেবরা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। পরে তাঁদের তড়িঘড়ি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

    এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল? অতিরিক্ত গতি? চালকের অসতর্কতা না কি যান্ত্রিক ত্রুটি? তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)