• এসআইআর শুনানিতে হাজির প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জানুয়ারি ২০২৬
  • সেই নোটিস অনুযায়ী শুক্রবার কমিশনের আধিকারিকদের সামনে তিনি তাঁর পাসপোর্টের পাশাপাশি বিধায়ক ও মন্ত্রী থাকাকালীন সমস্ত নথি তুলে দেন।

    কান্তি গঙ্গোপাধ্যায় জানান, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার পরেও এ ধরনের নোটিস পাওয়ায় তিনি বিস্মিত। শুনানির নোটিস পাওয়ার পরেই তিনি জাতীয় নির্বাচন কমিশনকে ই-মেল করে বিষয়টি জানান। ওই ই-মেলে তাঁর বিরুদ্ধে নোটিস জারি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কোনও ভুলের কারণে হয়েছে, তা খতিয়ে দেখার আবেদনও জানান তিনি।

    এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্য জুড়ে নানা প্রশ্ন ও উদ্বেগের মধ্যেই প্রাক্তন মন্ত্রীর এই শুনানি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)