নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন মাস ধরে রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম লিটার প্রতি প্রায় ৬ টাকা বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জানুয়ারি মাসে ৫ টাকা দাম কমিয়ে দেওয়া হল। তার পরেও কলকাতা ও জেলাতে দাম লিটারে ৬০ টাকার বেশি দাম থাকবে। এই দামেও গরিব মানুষ রেশনে কেরোসিন কিনতে আগ্রহী হবে না বলে মনে করছে ডিলারদের সংগঠন। পেট্রোল-ডিজেলের দাম বহু দিন ধরে একই আছে। শুধু কেরোসিনের দাম নিয়মিত ওঠা-নামা করছে। তিনটি পেট্রোপণ্যের উপর কোনও সরকারি ভর্তুকি নেই। কীভাবে এই মূল্য নির্ধারণ করা হচ্ছে সেব্যাপারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কাছ থেকে কোনও জবাব পাওয়া যায়নি বলে রাজ্যের কেরোসিন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন।