• মহিলা কনস্টেবলকে মার ও উর্দি ছেঁড়ার অভিযোগ, ধৃত ২
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • রায়পুর: কর্তব্যরত মহিলা কনস্টেবলকে মাটিতে ফেলে মারধর ও তাঁর উর্দি ছিঁড়ে দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ের রায়গড়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওই কনস্টেবলের পোশাক ছেঁড়া ও মারধরের ভিডিয়োও তোলা হয়। গত ২৭ ডিসেম্বর রায়গড়ে খনি নিয়ে লিবরা চক এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সে জন্য ওই এলাকায় পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। সেই সময়ই ওই মহিলা কনস্টেবলকে ঘিরে ধরে কয়েকজন বিক্ষোভকারী। তারপর তাঁকে শারীরিক হেনস্তা করা হয়। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের আপলোড করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই মহিলা কনস্টেবল  মাটিতে পড়ে রয়েছেন ও তাঁর উর্দি না ছেঁড়ার জন্য বারবার অনুনয় করছেন। কর্তব্যের খাতিরেই তাঁকে ওই এলাকায় আসতে হয়েছে বলেও জানান ওই কনস্টেবল। কিন্তু দু’জন পুরুষ তারপরেও ওই কনস্টেবলের পোশাক ছিঁড়ে দেয়। এতেও থামেনি অভিযুক্তরা। ওই মহিলা পুলিশকর্মীকে মারধর ও গালিগালাজ করা হয়।
  • Link to this news (বর্তমান)