লখনউ: যোগীরাজ্যে ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুললেন নার্সিং ছাত্রী। লখনউয়ের কিয়াসেরবাগ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। জানান, ওই ইন্টার্ন চিকিৎসক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ে করার আশ্বাস দেয়। সেই প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখেই তিনি একাধিকবার শারীরিক সম্পর্কে সম্মত হন। কিন্তু পরবর্তীতে বিয়ের প্রসঙ্গ উঠলেই নিজের অবস্থান বদলাতে থাকেন অভিযুক্ত চিকিৎসক। শেষপর্যন্ত বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ওই চিকিৎসকের কাছে নির্যাতিতার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছিল। সেইসব ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। সামগ্রিকভাবে মানসিক চাপে ছিলেন, এমনটাই এফআইআরে উল্লেখ করেছেন নির্যাতিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক ঘটনার পর থেকে পলাতক। তাঁর খোঁজ চলছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দির প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।