• বছরে আড়াই কোটি টাকার চাকরির প্রস্তাব পেলেন আইআইটির পড়ুয়া
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • হায়দরাবাদ: বছরে ২ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ মাসিক প্রায় ২০ লক্ষ ৮০ হাজার টাকা! এই প্যাকেজের চাকরির প্রস্তাব পেলেন আইআইটি হায়দরাবাদের চূড়ান্ত বর্ষের পড়ুয়া এডওয়ার্ড নাথান ভার্গিস। আইআইটি হায়দরাবাদের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ প্যাকেজ এটিই। জানা গিয়েছে, নেদারল্যান্ডসের বিখ্যাত ট্রেডিং সংস্থা ‘অপ্টিভার’ থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জুলাই মাস থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ওই সংস্থায় যোগ দেবেন এডওয়ার্ড। এর আগে ওই সংস্থায় দু’মাসের জন্য ইন্টার্নশিপ করেছিলেন তিনি। সেখানে পারফরম্যান্স দেখে তাঁকে সরাসরি ফুল টাইম চাকরির প্রস্তাব দিয়েছে অপ্টিভার। জানা গিয়েছে, প্লেসমেন্ট চলাকালীন একমাত্র এই সংস্থাতেই ইন্টারভিউ দিয়েছিলেন এডওয়ার্ড। তাঁর অধ্যবসায়, আত্মবিশ্বাস প্রশংসা কুড়োচ্ছে নানা মহলে। এডওয়ার্ডের সাফল্যে অত্যন্ত খুশি তাঁর পরিবার। হায়দরাবাদে জন্ম হলেও এডওয়ার্ড পড়াশোনা করেছেন বেঙ্গালুরুতে। তাঁর বাবা ও মা দু’জনেই ইঞ্জিনিয়ার। ২০২২ সালে আইআইটি হায়দরাবাদে সুযোগ পান তিনি। কেবল পড়াশোনাই নয়, ক্যাম্পাসের বিভিন্ন দায়িত্বও নিয়েছিলেন তিনি। আইআইটি হায়দরাবাদের 

    অফিস অব কেরিয়ার সার্ভিসেস-এর প্রধান পদে বসেছিলেন। সেখানে ৮ জন ম্যানেজার ও ২৫০ জন পড়ুয়ার নেতৃত্বে ছিলেন এডওয়ার্ড। এর আগে আইআইটি হায়দরাবাদ থেকে সর্বোচ্চ ১ কোটি ১০ লক্ষ টাকার প্যাকেজের অফার পেয়েছিলেন এক পড়ুয়া। সেটি ২০১৭ সাল। তারপর প্রায় ৯ বছর পর বিপুল অঙ্কের মাইনের চাকরি পেলেন আরও এক পড়ুয়া।     
  • Link to this news (বর্তমান)