• উত্তরাখণ্ডের বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • দেরাদুন: ‘বিহারে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে মহিলাদের পাওয়া যায়’। বক্তা উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যের স্বামী বিজেপি নেতা গিরিধারী লাল সাহু। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সেই সময় বিহারে কম খরচে বিয়ের প্রসঙ্গ তোলেন গিরিধারী। তখনই এই মন্তব্য করেন তিনি। তা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়াজুড়ে সমালোচিত হচ্ছেন গিরিধারী। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, ‘মহিলাদের পণ্য মনে করে বিজেপি। মন্ত্রীর স্বামীর ওই বক্তব্য থেকে তা স্পষ্ট। এই ধরনের মন্তব্য মহিলাদের পক্ষে কতটা অসম্মানজনক, তা বোঝেন না বিজেপি নেতারা।’ বিতর্ক বাড়তে থাকায় পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন গিরিধারী লাল। 
  • Link to this news (বর্তমান)