• এক্স-কে নোটিস
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রক’-এর সাহায্যে সোশ্যাল মিডিয়ায় মহিলা ও শিশুদের নিয়ে অশ্লীল কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে এলন মাস্কের সংস্থাকে নোটিস ধরাল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ‘গ্রক’ দিয়ে তৈরি যাবতীয় অশ্লীল কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে এ সংক্রান্ত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও চাওয়া হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে সম্প্রতি তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
  • Link to this news (বর্তমান)