• বিজেপি মুখপত্রে মুসলিম লিগের সংবাদপত্রের সম্পাদকীয় পাতা! নিউ ইয়ারে ভ্রান্তিবিলাস কেরলে
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • তিরুবনন্তপুরম: ভ্রান্তিবিলাস! সাতসকালে চোখ ছানাবড়া পাঠকের। তাও আবার নতুন বছরের প্রথম দিনই। বিজেপির মুখপত্রে ছাপা হয়েছে মুসলিম লিগ প্রকাশিত খবরের কাগজের সম্পাদকীয় পাতা! আজব কাণ্ড কেরলে। তবে ক্ষোভ-বিক্ষোভ নয়, ছাপার এই ভ্রান্তি নিয়ে বরং রসিকতায় মাতল দক্ষিণী রাজ্যটির রাজনৈতিক মহল। জানা গিয়েছে, সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনৈতিক অবস্থানে থাকা এই দু’টি সংবাদপত্র ছাপা হয় একই প্রেস থেকে।  সেখানে টেকনিক্যাল সমস্যার কারণেই যাবতীয় গোলমাল।

    ১ জানুয়ারি সকালে বিজেপির মুখপত্র ‘জন্মভূমি’র সম্পাদকীয় পাতা খুলে চক্ষু চড়কগাছ পাঠকের। কারণ, ভুলবশত সেখানে ছাপা হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) পরিচালিত সংবাদপত্র চন্দ্রিকার কান্নুর-কাসারগড় আঞ্চলিক সংস্ককরণের সম্পাদকীয় পাতা। মুসলিম লিগের প্রদেশ সভাপতি সইদ সাদিক আলি শিহাব থাঙ্গালের কাছে কান্নুরের এক পার্টিকর্মীর ফোন আসে। তিনি থাঙ্গালকে বলেন, আপনার লেখা নিবন্ধ ছাপা হয়েছে জন্মভূমিতে। প্রথমে সেই পার্টিকর্মীর কথায় গুরুত্ব দিতে চাননি মুসলিম লিগের রাজ্য সভাপতি। পরে জানতে পারেন, সত্যিই তাঁর লেখা প্রকাশিত হয়েছে বিজেপির দৈনিক মুখপত্রে। শুধু থাঙ্গালই নয়, মুসলিম লিগ নেতা এম কে মুনিলের নিবন্ধ এমনকী কেরল বামফ্রন্টের সমালোচনায় লেখা চন্দ্রিকার সম্পাদকীয় লেখাটিও প্রকাশিত হয়েছে জন্মভূমিতে। পরে জানা যায়, দু’টি সংবাদপত্র একই প্রেস থেকে ছাপা হওয়ায় টেকনিক্যাল সমস্যার কারণে এই ভ্রান্তি। তবে এই ভ্রান্তি শুধুমাত্র কান্নুর ও কাসারগড় সংস্করণের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

    বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে ওঠে। বিজেপি ও মুসলিম লিগের মতাদর্শগত ভিন্নতার কারণে এই ভ্রান্তি ঘিরে চরম রসিকতা শুরু হয়। প্রবীণ সিপিএম নেতা এম ভি জয়রাজনের টিপ্পনী, বিজেপি ও লিগ নেতাকর্মীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা কার না জানা। ক্ষমতার জন্য ওরা হাত মিলিয়েছে। সম্পাদকীয় পাতার ভ্রান্তিতেও সেই ঘনিষ্ঠতারই প্রতিফলন। খোঁচা দিতে ছাড়েননি কেরলের মুখ্যমন্ত্রীর প্রেসসচিব পি এম মনোজও। ফেসবুকে তিনি লিখেছেন, জন্মভূমিতে ভুলবশত প্রকাশিত চন্দ্রিকার সম্পাদকীয় পাতাতে কোথাও বিজেপির রাজনীতিকে সমালোচনা করে একটা বাক্য পর্যন্ত নেই। ফলে লিগ পরিচালিত সংবাদপত্রের সম্পাদকীয় পাতা বিজেপির মুখপত্রেও খাপ খেয়ে গিয়েছে! 
  • Link to this news (বর্তমান)