• মধ্যপ্রদেশের বিজেপি সরকার কুম্ভকর্ণ, তোপ রাহুল গান্ধীর
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে কুম্ভকর্ণর ঘুমের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন রাহুল গান্ধী। বর্ষশেষের ছুটি কাটাতে রাহুল গিয়েছেন ভিয়েতনাম। তবে সেখান থেকেও মধ্যপ্রদেশের ইন্দোরের খবর জেনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। দেশের সবচেয়ে স্বচ্ছ শহর মধ্যপ্রদেশের ইন্দোর। বছর বছর এই সম্মানে ভূষিত করে মোদি সরকার। অথচ সেখানেই জল খেয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধী বললেন মানুষ বিষাক্ত জল পান করে মরছে। আর সরকার কুম্ভকর্ণর ঘুম ঘুমোচ্ছে। তাঁর প্রশ্ন, গরিব মানুষের মৃত্যুতে কেন চুপ মোদি? 

    একইভাবে সমালোচনায় খড়্গহস্ত হলেন খাড়্গে। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের প্রশ্ন, জলজীবন মিশন ও স্বচ্ছ ভারত অভিযানের ঢাক পেটানো প্রধানমন্ত্রী ইন্দোরে দূষিত জল পান করে মৃত্যর ঘটনায় নীরব। কেন্দ্রীয় সরকার টানা আটবার ‘ক্লিনেস্ট সিটি’ বলে ইন্দোরকে সম্মানিত করেছে। অথচ বিজেপির অযোগ্যতা  আর ব্যর্থতার জেরে সেই শহরেই দূষিত জল পান করে মানুষ মরছে। লজ্জাজনক। গত ১১ বছর ধরে শুধু বড় বড় ভাষণ, মিথ্যা প্রচার আর ফাঁপা দাবিতে ‘ডবল ইঞ্জিন’ সরকারের বড়াই চলছে। 
  • Link to this news (বর্তমান)