শাহরুখের জিভ ছিঁড়লেই ১ লাখ, মুস্তাফিজুর ইস্যুতে হুমকি হিন্দু নেত্রীর
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
আগ্রা: আসন্ন আইপিএলে কেকেআরের হয়ে খেলতে নামছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তার জেরে হিন্দুত্ববাদীদের রোষের মুখে শাহরুখ খান। দল ঘোষণা হতেই বিজেপি এবং হিন্দু সংগঠনগুলি ‘কিং খানের’ তুলোধোনা শুরু করেছে। এবার সরাসরি শাহরুখের জিভ টেনে ছেঁড়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন আগ্রার হিন্দু নেত্রী মীরা রাঠোর। তাঁর দাবি, কেউ যদি শাহরুখের জিভ ছিঁড়ে আনতে পারে, তাহলে ১ লক্ষ টাকা পুরস্কার দেবেন তিনি। স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। তাতে খেদ নেই মীরার। বরং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শাহরুখের উপর তোপ দেগেছেন তিনি। বলেছেন, ‘আমাদের হিন্দু ভাইদের বাংলাদেশে পুড়িয়ে মারা হয়েছিল। আর এই লোকটা সেখানকার স্থানীয়দের খাওয়া-পরার ব্যবস্থা করছে।’ শাহরুখের মুখে কালি মাখানো এবং তাঁকে জুতো দিয়ে মারার কথাও বলেছেন মীরা। উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে নিয়েছে কেকেআর। তার জেরে তোপের মুখে পড়েছেন শাহরুখ। বুধবার তাঁর নাম না করে সমালোচনায় সরব হন স্বঘোষিত ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক সংগীত সোম সরাসরি বলেন, শাহরুখ খান ‘বিশ্বাসঘাতক’! এবার এই তালিকায় জুড়ল হিন্দু নেত্রী মীরা রাঠোরের নাম। তবে বাংলাদেশের কোনও খেলোয়াড়ের বিরুদ্ধেই এখনও নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার বা বিসিসিআই। তাই শাহরুখের বিরুদ্ধে এহেন হুমকির তীব্র নিন্দা করেছে ওয়াকিবহাল মহল।