নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি মাসে বাংলায় পরপর দু’দিন দু’টি রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ জানুয়ারি মালদহে এবং ১৮ জানুয়ারি হাওড়ায় সমাবেশ করতে পারেন তিনি। শুক্রবার রাতে বিজেপি সূত্রে এখবর জানা গিয়েছে। তবে এবারের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনেরও উদ্বোধন করবেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, বাংলায় বিধানসভা নির্বাচন পর্বে ১০টি সমাবেশ করবেন মোদি। মালদহের সভা দিয়েই তার সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।