বিজেপি নেতাদের গাছে বেঁধে মারধর করার হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিতর্ক
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, মানিকচক: মানিকচকে দলের প্রতিষ্ঠা দিবস পালনের মঞ্চ থেকে মালদহ জেলা তৃণমূলের সহ সভাপতি আশিস সিনহা বিজেপি নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন। এনিয়ে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে বা বাংলায় কথা বলার কারণে এ রাজ্যের কোনও মানুষকে মারধর করা হলে বিজেপি নেতাদের গাছে বেঁধে মারধর করার পর রাজ্য ছাড়া করব।
প্রসঙ্গত, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে সকাল থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। রাতে বিচিত্রা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মালদহ জেলা তৃণমূলের সহ-সভাপতি আশিস সিনহা। মূলত, যেভাবে প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তাতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে। এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে আশিসবাবু বলেন, বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে, যেভাবে তারা বাংলায় কথা বলার জন্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে। এরপর কোনও বাঙালির উপর অত্যাচার হলে বিজেপি নেতাদের গাছে দড়ি দিয়ে বেঁধে পেটান হবে। যতক্ষণ তাঁদের ভুল তাঁরা বুঝবেন না ততক্ষণ চলবে মার, তারপর তাদের রাজ্য ছাড়া করা হবে।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড় মণ্ডল, সামনেই বিধানসভা নির্বাচন। এরপর কোনও তৃণমূল নেতাকে এলাকায় দেখা যাবে না, তাদের এলাকা ছাড়া করা হবে। আর কে কার পা ভাঙে তা সময়ই বলবে।