• কেন খুন নব্যেন্দু, ধোঁয়াশায় পুলিশ, রায়গঞ্জে তদন্তে এল ফরেন্সিক টিম
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: তৃণমূল নেতা নব্যেন্দু ঘোষ খুনের ঘটনায় ফরেন্সিক পরীক্ষার সহায়তা নিচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে ঘটনাস্থল খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এছাড়া পুলিশ উদ্ধার হওয়া সেভেন এমএম আগ্নেয়াস্ত্রটির ব্যালিস্টিক টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রায়গঞ্জের পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, অভিযুক্তদের হেফাজতে পাওয়ার পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে তাদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। এদিন জলপাইগুড়ি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ দল রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারের কাছে ঘটনাস্থলে আসে। যেখানে বর্ষবরণের রাতে নব্যেন্দু গুলিবিদ্ধ হন, সেই জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পরীক্ষা করেন দলটির সদস্যরা। কিছু নমুনাও তাঁরা সংগ্রহ করেছেন বলে খবর। তবে, কীভাবে, কী কারণে মিষ্টি ব্যবসায়ী তৃণমূল নেতাকে খুন হতে হল? তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। ধৃতদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। কারণ খুনের মোটিভ নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। সবমিলিয়ে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ খুনের কারণ নিয়ে মন্তব্য করতে নারাজ। এদিকে বুধবার রাতে মোহনবাটি বাজারে রমেন্দ্রপল্লীতে যেখানে গুলিচালনার ঘটনা ঘটেছে, সেই এলাকায় শুক্রবারও শোকের পরিবেশ ছিল। শুক্রবার নব্যেন্দুর শেষকৃত্য সম্পন্ন হয়। রমেন্দ্রপল্লীর বাড়িতে দেহ আনার পর সেখানে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর নব্যেন্দুর দেহ নিয়ে জেলা তৃণমূল কার্যালয় ও তারপর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হয়ে শোকমিছিল করে বন্দর শ্মশানে দাহ করা হয়েছে।  নব্যেন্দু ঘোষের খুনের তদন্তে রায়গঞ্জে ঘটনাস্থলে ফরেন্সিক দল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)