সদ্য প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ, ধৃত চার
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: এক ব্যক্তিকে অপহরণ করে স্কুলে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠল তাঁর প্রাক্তন স্ত্রীর ভাইদের বিরুদ্ধে। পুলিশের তৎপরতায় পাঁচ ঘণ্টা পর যুবককে উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক যুবকের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গামে।
অপহরণের অভিযোগ উঠেছে বধূ ও তাঁর তিন ভাই মহম্মদ সেকিম, মহম্মদ নজম ও মুস্তাক আলমের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর আগে রনথল গ্রামের বাসিন্দা মহম্মদ সজিমুদ্দিনের সঙ্গে বিয়ে হয় বাগমারা গ্রামের জৈগুন বিবির। তাঁদের সাত কন্যা সন্তান। বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে ঝিকোডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে থাকতেন সজিমুদ্দিন। নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। দুই সপ্তাহ আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হলেও স্ত্রী জোরপূর্বক স্বামীর বাড়িতেই থাকতেন। তখন স্বামী গ্রামে অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে তুলসীহাটায় নতুন বাইক কিনতে আসেন সজিমুদ্দিন। এই সুযোগে বধূর তিনভাই তাঁকে অপহরণ করে নাজিরপুর গ্রামে এক স্কুলে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে পুলিশ মধ্যরাতে আহত অবস্থায় সজিমুদ্দিনকে উদ্ধার করে।
তাঁর জামাইবাবু আব্দুল খালেক বলেন, প্রাক্তন স্ত্রীর ষড়যন্ত্রে এই কান্ড। সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একদিন আগে সব জমির দলিল কেড়ে নেয় প্রাক্তন স্ত্রী। সেই সম্পত্তি এখন নিজের নামে করে নেওয়ার জন্য ভাইদের নিয়ে অপহরণ করিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি।হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।