• বর্ধমানে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় এলাকায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম ষষ্ঠী দাস(৫৩)।  বৃহস্পতিবার দুপুরে ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।

    ভাতারে প্রৌঢ় আত্মঘাতী: ভাতার থানার এড়ুয়ারে কীটনাশক খেয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ধুলু মাঝি(৫৫)। বৃহস্পতিবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। পরিবারের দাবি, মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন।

    খণ্ডঘোষে মহিলার মৃত্যু: খণ্ডঘোষ থানার করিমপুরে অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম কাজল জমাদারা(৩৮)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান। রান্না করার সময় উনুনের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।

    ট্রাক্টর চাপা পড়ে যুবকের মৃত্যু: বর্ধমান শহরের উদয়পল্লির জোড়াবাঁধ এলাকায় ট্রাক্টরে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জয়ন্ত দুয়ারি(২৬)। তাঁর বাড়ি কাঞ্চননগরের সায়রের পাড় এলাকায়। তিনি পেশায় ট্রাক্টরের চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় জোড়াবাঁধ এলাকায় সেটি উল্টে যায়। তাতে তিনি চাপা পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

    বর্ধমানে বাইকের ধাক্কায় মৃত্যু: বর্ধমান শহরের তেজগঞ্জ বালামহাট এলাকায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম নিবারণ ক্ষেত্রপাল(৬২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাস্তা হেঁটে যাওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাতেই তিনি মারা যান। 

    দেওয়ানদিঘিতে মৃত্যু: দেওয়ানদিঘি থানার টুবগ্রামে বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম অশোক দাস(৪৭)। দিনকয়েক আগে মোটরভ্যান থেকে মালপত্র নামানোর সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমানের নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
  • Link to this news (বর্তমান)