• এক গ্রামবাসীর বিরুদ্ধে মাইকিং করে গালিগালাজ বিজেপির গ্রাম কমিটির
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: টোটোয় মাইক বেঁধে গ্রামের এক বাসিন্দাকে নিশানা করে প্রকাশ্যে গালিগালাজ! সেই সঙ্গে রবিবার বিকেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সালিশি সভা বসানো হবে বলেও ঘোষণা করা হয়। বিজেপি পরিচালিত গ্রাম কমিটির এমন নজিরবিহীন কীর্তিতে বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। অনেকেই অভিযোগের সুরে বলছেন, ‘এখনও ক্ষমতায় না এসে বাংলায় হিন্দি বলয়ের কালচার আমদানি করছে গেরুয়া বাহিনী। যা মোটেও কাম্য নয়।’ অনেকে আবার হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের খাপ পঞ্চায়েতের সঙ্গে বিজেপির এহেন কীর্তির তুলনা টেনে সরব হয়েছেন। 

    শুক্রবার দুপুরে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অফিসের সামনে টোটোয় আপত্তিজনক শব্দবন্ধে প্রচার শুরু হয়। বিষয়টি তমলুক থানা পুলিশের নজরে আসতেই আটক করা হয় ঘোষক ও টোটো চালককে। বাজেয়াপ্ত করা হয় টোটোটি। স্বপন থান্দার নামে ওই ব্যক্তিকে শায়েস্তা করতে বিজেপির গ্রাম এমন পদক্ষেপ  বলে জানা গিয়েছে। আটক টোটো চালক ও ঘোষককে পুলিশের হাত থেকে ছাড়াতে বিকেলে থানায় হাজির হন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যা অনিমা মেট্যা-মাজির স্বামী পুলক মাজি, বিজেপি নেতা তথা গ্রাম কমিটির সম্পাদক তপন খাঁড়া প্রমুখ। 

    এদিন বিডিও অফিসের সামনে একটি টোটোয় মাইক বেঁধে স্বপন থান্দারের নামে যথেচ্ছ গালিগালাজ করা হচ্ছিল। তাঁকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। গ্রাম কমিটির তরফে তাঁর বিরুদ্ধে ‘বিচারসভা’ বসানোরও ডাক দেওয়া হয়। পরশু রবিবার বিকেল তিনটেয় সভায় স্থানীয় চাঠরা গ্রামের মানুষজনকে উপস্থিত হতে বলা হয়। এভাবে প্রকাশ্যে সালিশি সভার ডাক এবং গালিগালাজের বিষয়টি তমলুক থানার পুলিশের কাছে পৌঁছয়। পুলিশ ওই টোটোটিকে আটক করে। চালক ও ঘোষককে থানায় আনা হয়। 

    জানা গিয়েছে বিডিও অফিসের সামনে মেচেদা-হলদিয়া রাজ্য সড়কের ধার বরাবর পূর্তদপ্তরের বেশকিছু জমি চাঠরা গ্রাম কমিটি স্থানীয় কিছু মানুষকে পাইয়ে দিয়েছে। এই পাইয়ে দেওয়ার নেপথ্যে লেনদেন ছিল বলে অভিযোগ। পূর্তদপ্তরের ওই জমির পিছনেই স্থানীয় বাসিন্দা স্বপন থান্দারদের বিশাল পরিমাণে রায়ত জমি রয়েছে। তাঁর জমিতে আসা-যাওয়ার জায়গা না রেখে বেআইনিভাবে সরকারি জমি পাইয়ে দেওয়ার ঘটনায় তিনি পূর্তদপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পূর্তদপ্তরের জায়গার উপর সমস্ত নির্মীয়মান স্টল ভেঙে ফেলা হয়। তাতেই বেকায়দায় পড়ে গ্রাম কমিটি।

    এদিকে, রাজ্য সড়কের আর একদিকে অর্থাৎ বিডিও অফিস সংলগ্ন স্বপনবাবুর বাড়ি। তাঁর বাড়ির সামনে সরকারি জমির উপর একটি টিনের চালা রয়েছে। সেই চালা সরানোর জন্য গ্রাম কমিটির তরফে ভূমিদপ্তরে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার এনিয়ে গ্রাম কমিটির সম্পাদক তপন খাঁড়ার সঙ্গে স্বপনবাবুর স্ত্রীর ঝামেলা বাধে। তপনবাবুর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এদিনই সকালে তমলুক থানায় তপনবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।গ্রাম কমিটির সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ হতেই এভাবে প্রকাশ্যে মাইকিং করে গালিগালাজ চলতে থাকে স্বপনবাবুর বিরুদ্ধে। পাশাপাশি সালিশি সভার ডাকও দেওয়া হয়। স্বপনবাবু বলেন, ‘সদ্য গ্রাম কমিটি রদবদল হয়েছে। বিজেপি নেতারা গ্রাম কমিটির মাথায় আসার পরই তাঁরা সরকারি জমি দুই-তিন লক্ষ টাকার বিনিময়ে হাতবদল করেছেন। আমি অভিযোগ করায় আমাকে টার্গেট করা হয়েছে।’ গ্রাম কমিটির সদস্য তথা বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী পুলক মাজি বলেন, ‘স্বপন থান্দা অন্যায়ভাবে সরকারি জায়গা দখল করে রেখেছেন। সরকারি নোটিশ পাঠানোর পরও তিনি নিশ্চুপ। এই অবস্থায় কমিটির সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়াচ্ছেন। তাই তাঁর বিরুদ্ধে সালিশির ডাক দিতে মাইকিং করা হয়েছিল।’

      পুলিশের দ্বারস্থ স্বপন থান্দার।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)