• শো রুমের সামনে দেহ উদ্ধার ব্যবসায়ীর, চাঞ্চল্য বারাকপুরে
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইংরেজি বছরের প্রথম দিনে বন্ধুর সঙ্গে বাইকে চেপে বেরিয়েছিলেন। কিন্তু আর তাঁর বাড়ি ফেরা হল না! শুক্রবার সকালে বারাকপুরের ওয়্যারলেস মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নিজের শোরুমের সামনে উদ্ধার হল ব্যবসায়ীর নিথর দেহ। নাম উজ্জ্বল ঘোষ (৪৫)। বাড়িতে স্ত্রী ছেলে-মেয়ে রয়েছে। বাড়ি বারাকপুরের গাজাগলিতে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কাছেই তাঁর বাইক এবং মোবাইল পাওয়া গিয়েছে। তবে দোকান বন্ধ ছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত উজ্জ্বল ঘোষের ডাকনাম রানা। কিছুদিন আগেই ওয়্যারলেস মোড়ের কাছে গাড়ির শোরুম খুলেছেন তিনি। বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের রাতে বন্ধু সৌমেন রায়ের সঙ্গে বারাকপুরের একটি পানশালায় গিয়েছিলেন উজ্জ্বলবাবু। সেখানে খানাপিনার পরে রাতে আবার দোকানে ফিরে আসেন বলে দাবি স্থানীয়দের। সৌমেন রায় নিজে বাইকে করে তাঁকে নামিয়ে দেন। সকালে বন্ধুর মৃত্যুর খবর শুনে তিনি হতবাক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। উজ্জ্বলবাবুকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাইক থেকে নেমে তিনি হয়ত শোরুমের শাটার খোলার চেষ্টা করছিলেন, শারীরিক অসুস্থতার কারণে পারেননি। তিনি মদ্যপান করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু না খুন, সেই কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)