• বর্ষবরণের রাতে ট্যাংরায় ছুরিবিদ্ধ যুবক, গ্রেপ্তার ২, পৃথক হামলায় ভাঙচুর গাড়ি
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে ট্যাংরার মোরব্বা গলির কাছে ছুরিবিদ্ধ হয়েছিলেন এক যুবক। গুরুতর জখম শান্তনু দত্ত এখন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্যাংরা থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, আশিস সাউ ও কৃষ্ণকুমার সাউ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাঝরাতে মদ্যপ অবস্থায় বাইক চালানো নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়। তার জেরেই এই হামলার ঘটনা। পুলিশের দাবি, বাইক নিয়ে কারা আগে যাবে, তা নিয়ে বচসার সূত্রপাত। অভিযোগ, ঝামেলা চলাকালীন শান্তনু দত্ত 

    এবং তাঁর দলবলকে কিল, চড়, ঘুসি মারার পাশাপাশি পেটের বাঁদিকে ছুরি মারা হয়েছে।

    অন্যদিকে, ওই রাতেই একটি পৃথক সংঘর্ষের ঘটনায় ট্যাংরা থানার মথুরবাবু লেনে দু’দলের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

    কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, পুলিশকে মাদক বিক্রির খবর পাচার করার অভিযোগে জয়দেবের দলদল স্থানীয় তিন-চারজন যুবকের উপর প্রথমে চড়াও হয়। পরে পালটা হামলা 

    চালায় স্থানীয়রাও। এই ঘটনায় জয়দেবের গোষ্ঠীর লোকজন অ্যাম্বুলেন্স সহ চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ। যদিও কলকাতা পুলিশ অ্যাম্বুলেন্স ভাঙচুরের কথা অস্বীকার করছে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)