বাবুঘাটে ‘মিনি গঙ্গাসাগর’, সুরক্ষায় অতিরিক্ত সতর্ক পুরসভা ও দমকল
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিবছরের মত এবারও বাবুঘাটে তৈরি হবে গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট ও অস্থায়ী শিবির। সাধুসন্তদের সমাগমের কারণে মিনি গঙ্গসাগর মেলা বলা হয় এটিকে। এখানে পুণ্যার্থীদের জন্য যাবতীয় পরিকাঠামো তৈরি করে কলকাতা পুরসভা এবং পূর্তদপ্তর। আধিকারিকদের দাবি, এবার আরও পরিচ্ছন্ন রাখা হবে গঙ্গাসাগরের এই অস্থায়ী শিবির। চলতি বছর আয়োজন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। যেখানে ধুনি বা আগুন জ্বালানো হয় সে জায়গাগুলিতে বাড়তি নজর রাখা হবে। সেখানে বাড়ানো হবে সিসি ক্যামেরার সংখ্যা। কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা আটকাতে থাকবে বাড়তি নজরদারি।
নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগর নিয়ে যাবতীয় প্রস্তুতি চলছে। চলতি বছর বাবুঘাটে অস্থায়ী শিবির তদারকির দায়িত্বে আছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার ও অসীম বসু। বাংলাদেশে অশান্তির আবহে কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দাদের সতর্কবার্তা আছে। তাই গঙ্গাসাগর মেলার বিপুল আয়োজনে যে কোনও ধরনের নাশকতা আটকাতে বাড়তি সতর্ক রাজ্য। প্রশাসন সূত্রে খবর, সামনে বিধানসভা নির্বাচন। তাই নিরাপত্তার বিষয়ে সবদিক থেকেই থাকবে বাড়তি নজরদারির ব্যবস্থা।
শুক্রবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে মেয়র বৈঠক করেন। সেখানে ছিলেন দেবাশিস কুমার। বৈঠকে কলকাতা পুলিস, পরিবহণ দপ্তর সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ফিরহাদ বলেন, ‘প্রতিবছরের মতো যাবতীয় পরিকাঠামো তৈরি করা হবে। যাঁরা গঙ্গসাগরে যাওয়ার জন্য বাবুঘাটের অস্থায়ী শিবিরে আশ্রয় নেন, তাঁদের অনেকেই রান্না করেন। বহু সাধুসন্ত আসেন। তাঁরা যজ্ঞ করেন। ফলে আগুন জ্বালানো হয়। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে যেখানে আগুন জ্বালানো হচ্ছে সেখানে দমকলকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। সিসি ক্যামেরাও বেশি করে বসানো হবে।’ জানা গিয়েছে, অস্থায়ী শিবির সাফসুতরো রাখতে এবছর বাড়তি কর্মী কাজে নামানো হবে। পানীয় জল, জঞ্জাল সাফ, শৌচালয়ের ব্যবস্থা ইত্যাদি করবে পুরসভা। জানা গিয়েছে, প্রতিবছর তিন শিফটে ১২০ কর্মী নামানো হয়। এবার ১৩০ কর্মী দায়িত্বে থাকবেন। জঞ্জাল তুলতে বাড়তি গাড়ির ব্যবস্থা করা হবে।