• বেপরোয়া লরির ধাক্কায় মৃত সাইকেল আরোহী, ধৃত চালক
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক কিশোরের। মৃতের নাম মুন্না আলম (১৬)। বাড়ি বিহারের পূর্ণিয়ায়।  বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউ ও কলুটোলা স্ট্রিটের ক্রসিংয়ে। 

    প্রাথমিক তদন্তে বউবাজার থানার পুলিশ জানতে পেরেছে, রাস্তা পার হওয়ার সময়, বেপরোয়া লরিটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর আঘাত সহ রক্তাক্ত অবস্থায় কিশোরকে তড়িঘড়ি স্থানীয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লরির ধাক্কায় কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলুটোলায়। খবর পেয়ে বউবাজার থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 

    এই ঘটনায় পুলিশ ঘাতক লরির চালক সহ লরিটিকে আটক করে। আপাতত লরি চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্তে শুরু করেছে বউবাজার থানা। পরে তদন্তভার লালবাজারের ফেটাল স্কোয়াডের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দারা দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।  

    অন্যদিকে,  পার্ক স্ট্রিট থানার কিড স্ট্রিট ক্রসিংয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ লরির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক পশুপতি সিং (৫৪)। ওই লরি চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আদতে বিহারের খাগারিয়ার বাসিন্দা হলেও বর্তমানে তিনি বউবাজার থানা এলাকায় থাকছিলেন বলে পুলিশ জানতে  পেরেছে। 
  • Link to this news (বর্তমান)