স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে চার্জ গঠনের শুনানি ৮ জানুয়ারি
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে চার্জ গঠনের শুনানি হতে চলেছে। ৮ জানুয়ারি শুনানি হওয়ার কথা। শুক্রবার মামলার বিশেষ সরকারি আইনজীবী গণেশ মাইতি বলেন, বর্তমানে অভিযুক্তরা সকলেই জামিনে রয়েছেন। নানা আইনি জটের কারণে মামলাটি বারে বারে পিছিয়ে যায়। অবশেষে চার্জ গঠনের শুনানির দিন ঠিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সরকারপক্ষ। যদিও অভিযুক্তরা আদালতে বার বার দাবি করেন, তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
২০১০ সালে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মারা যান ৪০ জনের বেশি। সেই মামলায় পুলিশ তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে। পরবর্তী সময় মামলাটি বিচারের জন্য স্থানান্তরিত হয় ব্যাঙ্কশাল থেকে কলকাতা নগর দায়রা (বিচারভবন) আদালতে। সেখানে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে চার্জ গঠন করে শুনানি চলতে পারে না। তাঁদের মামলা থেকে রেহাই দেওয়া হোক। বিষয়টি নিয়ে নিম্ন ও উচ্চ আদালতে যায় অভিযুক্তপক্ষ। শেষ পর্যন্ত নানা আইনি জটে থমকে যায় মামলা। সেই জট কাটিয়ে এবার হতে চলেছে চার্জ গঠনের শুনানি।