• Breaking News Live: এগরা পুরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করল পুলিশ
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • বেআইনি ভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে গ্রেপ্তার করল পুলিশ। কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ফেক ভিডিয়ো ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বিহারের মুজফ্ফরপুর থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। অভিযোগ, AI দিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ফেক ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যুবক।

    জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ভোর প্রায় ৫টা ৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। তবে এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

    কুয়াশায় ঢেকে রয়েছে রয়েছে বাংলা। তবে আকাশ পরিস্কার থাকবে। ঠান্ডায় জুবুথুবু অবস্থা আর নেই। শনিবার তাপমাত্রা একটু চড়ল। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

  • Link to this news (এই সময়)