• সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে হুড়োহুড়ি পর্যটকদের
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। শনিবার ভোর ৫টা ৫৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের সোরেং। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।

    এ দিন যখন ভূমিকম্প হয়, তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। আচমকাই খাট, আসবাবপত্র কেঁপে ওঠে। ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন অনেকেই।

    এমনিতে ভূমিকম্প প্রবণ এলাকা সিকিম। হিমালয় সংলগ্ন এলাকায় আগেও একাধিক ছোট-বড় ভূমিকম্প হয়। বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য সিকিম। গোটা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে নতুন বছরের এই সময়ে ভিড় কিছুটা বেশিই হয়। পর্যটকদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

    গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধূলিস্যাত্‍ হয়ে গিয়েছিল সিকিম। বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেখান থেকে ফের ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র।

  • Link to this news (এই সময়)