• সন্দেশখালিতে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ, ভাঙচুর গাড়িতেও
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • জমি সংক্রান্ত গোলমালে অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি এলাকায়। ঘটনায় ১ অফিসার-সহ তিন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতেও।

    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে পুলিশের তরফে স্থানীয় বাসিন্দা মুসাকে নোটিস দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই নোটিস দিনের পর দিন অগ্রাহ্য করছিলেন মুসা। সেই কারণেই মুসাকে ধরতে যায় পুলিশ।

    অভিযোগ, শুক্রবার মুসাকে ধরতে গেলে তাঁর অনুগামীরা পুলিশের উপরে চড়াও হয়। তাঁকে পালাতে সাহায্য করেন। পুলিশ তাঁকে ধরতে গেলে স্থানীয়রা আক্রমণ করে পুলিশকে। ভাঙচুর করা হয় গাড়িতেও।

    এই ঘটনার পরে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ৯ জন স্থানীয় বাসিন্দাকে আটক করে ন্যাজাট থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় কারা জড়িত তা জানতে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)