• সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। শুক্রবার রাতে তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। এগরার ভূমিরাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে গত বছরের ২ নভেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের নির্দেশ অমান্য করে পদত্যাগ করেননি স্বপন। এর মধ্যেই ভূমিরাজস্ব দপ্তরের তরফে ২০ ডিসেম্বর বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তর এবং জমির লিজ সংক্রান্ত অনিয়মের অভিযোগ দায়ের করা হয় স্বপনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে স্বপনকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ।

    পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এগরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এগরার BLRO-র অনুমতি ছাড়াই একটি সরকারি জমির লিজ হস্তান্তর করেছেন। BLRO-র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পুরপ্রধানকে। তাঁকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

  • Link to this news (এই সময়)