• 'শাহরুখকে কলকাতায় ঢুকতে দেব না', মুস্তাফিজুর ইস্যুতে হুমকি বাংলার BJP নেতার
    আজ তক | ০৩ জানুয়ারি ২০২৬
  • ২০২৬ সালের IPL এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আর তাতেই ক্ষেপে গিয়েছে ফ্যানেদের একাংশ। এমনকী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরাসরি শাহরুখকে আক্রমণে নেমে পড়েছে। তাঁদের পক্ষ থেকে সঙ্গীত সোম থেকে শুরু করে অর্জুন সিং সহ একাধিক নেতা ইতিমধ্যেই শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছেন। আর সেই তালিকায় যোগ দিলেন আরও এক বঙ্গ বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তিনিও শাহরুখকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। পাশাপাশি মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলতে পারবে না বলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি।

    তিনি বলেন, 'কোনও বাংলাদেশি ক্রিকেটার IPL দলের হয়ে কলকাতায় ম্যাচ খেলতে চাইলে আমরা হতে দেব না। আমরা শাহরুখকেও কলকাতায় ঢুকতে দেব না। মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটার কোটি টাকা কামাবে এবং অন্য বাংলাদেশিরা অস্ত্র জোগান দেবে, তাতে আমাদের হিন্দু ভাইয়ের প্রাণ যাবে, এই দুটো একসঙ্গে চলতে পারে না।'

    কেন এত বিতর্ক?

    আসলে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ দিকে চলে গিয়েছে। একের পর এক হিন্দুর উপর আক্রমণ চলছে সেই দেশে। সেই দেশের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ ইন্ডিয়া বিরোধীতায় লেগে পড়েছে। আর এমন পরিস্থিতিতে আইপিএল-এর মিনি অকশনে মুস্তাফিজুরকে কিনে নেয় কেকেআর। তাদের পক্ষ থেকে ৯.২০ কোটি টাকায় কেনা হয় এই বাংলাদেশি বোলারকে। আর এই ঘটনার পর থেকেই বিতর্ক শুরু হয়ে যায়। 

    এমতাবস্থায় আক্রমণের কেন্দ্রে পৌঁছে যান শাহরুখ খান। ধর্মগুরু থেকে থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা শাহরুখকে 'গদ্দার' বলতে শুরু করেন। আবার অপর দিকে কংগ্রেস এবং বিরোধী দলের কিছু নেতা পক্ষ নেন শাহরুখের। তাঁরা এই ঘটনায় শাহরুখের কোনও দোষ দেখেন না। 

    আর এমন পরিস্থিতিতেই মুখ খুলেছিলেন বাংলার বিজেপি নেতা অর্জুন সিংও। তিনিও শাহরুখকে আক্রমণ করেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলেছিলেন 'গদ্দার'। আর সেই তালিকায় নবতম সংযোজন হলেন কৌস্তভ। তিনি শাহরুখকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেবেন না বলেই ঘোষণা করে দিলেন। আর তাতেই সরগরম রাজ্য রাজনীতি।

    যদিও বিজেপির একবারে উচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলি নিয়ে মুখ খোলা হয়নি। তাঁরা শাহরুখের সরাসরি নিন্দাও করেনি। আবার অভিনেতার পাশেও দাঁড়াননি। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।
  • Link to this news (আজ তক)