নতুন বছরের শুরুর দিন জাঁকিয়ে শীত উপভোগ করেছে গোটা বাংলা। তবে সেই দিন পেরতেই ছন্দপতন। শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এমনকী কোনও কোনও জায়গায় তো তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আর এই ধারা আজও বজায় থাকবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। যার ফলে শনিবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা।
যদিও আজকের পর আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা বাড়ার আশঙ্কা তেমন একটা নেই। বরং তা এক জায়গায় স্থির থাকবে। আর এই কথার সহজ অর্থ হল, জাঁকিয়ে শীতের ইনিংসে আপাতত স্টপ লেগে গেল।
বিশেষজ্ঞদের মতে, এখনও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভালই ঠান্ডা রয়েছে। তবে ঠিক যতটা শীত কয়েক দিন আগে অনুভূত হয়েছে, সেটা এখন নেই।
কবে থেকে ফিরবে হাড় কাঁপানো ঠান্ডা?
জাঁকিয়ে শীত এখনও আমাদের ছেড়ে যায়নি। শুধু কয়েক দিনের বিরতিতে রয়েছে। আগামী সপ্তাহেই আবার ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকেই আবার নতুন করে ইনিংস শুরু করতে পারে হাড় কাঁপানো শীত। তাই এখনই লেপ, কম্বল তুলে রাখার ভুলটা একবারেই করবেন না। বরং একটু অপেক্ষা করুন। আবার ঠিক ঠান্ডা উপভোগ করতে পারবেন।
উত্তরবঙ্গে কাঁপুনি দেওয়া ঠান্ডা থাকবে
কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটা একবারেই বদলায়নি। সেখানে কনকনে ঠান্ডাই রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের বিস্তির্ণ অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর বড় খবর হল, সেখানকার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই যাঁরা এখন উত্তরবঙ্গ ভ্রমণে রয়েছেন, তাঁরা বেশ ভাল মতোই উপভোগ করতে পারবেন।
কুয়াশায় ঢেকে চারদিক
শহর কলকাতা আলোয় আলো। এখানে কুয়াশা পড়লেও তেমন একটা বোঝা যায় না। তবে কলকাতার লাইটের মায়া ছেড়ে একটু শহরতলির দিক বেরলেই কুয়াশার দাপট বোঝা যাচ্ছে। কমছে দৃশ্যমানতা। আর সেই কারণে আগেভাগেই সতর্ক করে রেখেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশা থাকবে। বিশেষত, ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাবে। তাই যাঁরা ভোর বা সকালের দিকে বেরচ্ছেন, তাঁরা একটু সাবধানে বেরন। নইলে বিপদ হতে পারে।