• তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নেবে না শীত, জানুন আজকের আপডেট
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • কলকাতা, ৩ জানুয়ারি: কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। যার ফলে গায়েব কনকনে শীতের আমেজ। ব্যতিক্রম নয় কলকাতা। গত চারদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বেড়েছে। আজ, শনিবার তা ফের পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। আগামী দু’দিনে তা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। যদিও বাংলা থেকে এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছেন তাঁরা।

    আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। যা স্বাভাবিক।
  • Link to this news (বর্তমান)